শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বৃহত্তর পুরান পানবাজার রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা হয়েছে।
সোমবার (৫ মার্চ) রাতে শহরের পানবাজার রোডের বাটা মার্কেট চত্বরে ব্যবসায়ী নেতা নাছির উদ্দিন সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সুমনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাছান এবং বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মোর্শদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল হক ও আক্তার কামাল,পরে সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম মুকুল ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
এতে মোঃ ওসমান সভাপতি ও মোঃ নাছির উদ্দীন সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত হয়ে তারা বলেন ব্যাবসায়ীদের কল্যাণের জন্য তারা কাজ করে যাবেন, তারা আরো বলেন পানাবাজার সড়ক হকার মুক্ত করতে কাজ করবেন।