শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
গণঅভ্যুত্থানের পরে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ ডিসির স্বাক্ষর জাল : ভুয়া সাংবাদিক আটক কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনের সভাপতি উজ্জ্বল ও সহ-সভাপতি জামশেদ কক্সবাজারে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কক্সবাজারে ঘরে বসেই অনলাইন জিডি করা যাবে বর্ণমালা কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার বৃহত্তর পুরান পানবাজার রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নতুন কমিটির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সুমন যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৩ উপদেষ্টাদের এপিএসের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক
নোটিশ :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন

মিয়ানমারে ৭.৭ ভূমিকম্পে মসজিদ ধসে নিহত ২০

রিপোর্টার নাম / ৮৭ ভিজিটর
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ। শক্তিশালী জোড়া ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ধসে পড়েছে। এখন পর্যন্ত মিয়ানমারে ২৫ জন এবং থাইল্যান্ডে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশটিতে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৪৩ জন আটকা পড়ে আছেন।

বার্তাসংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে। মসজিদ ধসে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।
একজন উদ্ধারকর্মী বলেছেন, “আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।

এছাড়া মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ধসে পড়েছে। এছাড়া মান্দালয় প্রাসাদটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে তুয়াঙ্গো সিটির মঠ ধসে পাঁচ উদ্বাস্তু শিশু নিহত হয়েছে। তারা সেখানে আশ্রয়ে ছিল।

মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। দ্বিতীয় ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজও সামনে এসেছে।
সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটি খাড়াখাড়িভাবে ধসে পড়ছে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই ভবনটিতে ৫০ জন কাজ করছিলেন। যারমধ্যে সাতজন বের হয়ে যেতে সক্ষম হন। কিন্তু আটকে পড়েন ৪৩ জন। যাদের উদ্ধারে এখন ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।