শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
রোববারে যেসব এলাকায় বিদুৎ থাকবে না গণঅভ্যুত্থানের পরে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ ডিসির স্বাক্ষর জাল : ভুয়া সাংবাদিক আটক কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনের সভাপতি উজ্জ্বল ও সহ-সভাপতি জামশেদ কক্সবাজারে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কক্সবাজারে ঘরে বসেই অনলাইন জিডি করা যাবে বর্ণমালা কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার বৃহত্তর পুরান পানবাজার রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নতুন কমিটির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সুমন যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৩
নোটিশ :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন

সাংবাদিক এরফান হোছাইনের নামে মিথ্যা মামলা: গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের প্রতিবাদ

রিপোর্টার নাম / ৩৪ ভিজিটর
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ

মহেশখালীর বাবু দিঘীর পাড় এলাকায় জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিতর্কিত মামলায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাংবাদিক এরফান হোছাইনসহ নিরীহ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত প্রেস ক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “গণহারে বাণিজ্যের উদ্দেশ্যে মিথ্যা মামলা জুলাই-আগস্টের বিপ্লবকে নস্যাৎ করার পরিকল্পনার সামিল। বাণিজ্যের উদ্দেশ্যে দায়ের করা মামলায় আসল আসামিরা আড়াল হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের মদদে যে বা যারা এহেন মিথ্যা মামলা দায়ের করে সাধারণ মানুষকে হয়রানি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং ভবিষ্যতে প্রশাসন যাচাই-বাছাই না করে নিরীহ ব্যক্তিদের আসামী না করার জন্যে কর্মকর্তাদের আরও পেশাদারিত্ব আচরণের দৃষ্টি-আকর্ষণ করেন। ”

এভাবে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি এবং এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাব, কক্সবাজারের সদস্য সচিব এরফান হোছাইন সহ নিরীহ ব্যক্তিদের নামে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নের্তৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।