শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
রোববারে যেসব এলাকায় বিদুৎ থাকবে না গণঅভ্যুত্থানের পরে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ ডিসির স্বাক্ষর জাল : ভুয়া সাংবাদিক আটক কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচনের সভাপতি উজ্জ্বল ও সহ-সভাপতি জামশেদ কক্সবাজারে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কক্সবাজারে ঘরে বসেই অনলাইন জিডি করা যাবে বর্ণমালা কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার বৃহত্তর পুরান পানবাজার রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নতুন কমিটির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সুমন যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৩
নোটিশ :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন

পেটে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে দুই নারী আটক

রিপোর্টার নাম / ১৮৮ ভিজিটর
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

 নিজস্ব প্রতিবেদক :

পেটে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী। আটক নারীদের কাছ উদ্ধার হয়েছে ৪ হাজার ইয়াবা।

বুধবার সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২ ) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হয়েছে।

দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমান যোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।

কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।

আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়। দুপুর ২ টা পর্যন্ত ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হন। বাকি ইয়াবাগুলোও বের করার প্রক্রিয়া চলছে।

এদিকে আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান, এ কে এম দিদারুল আলম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।